“বৃষ্টির ধাক্কায় সবজির দাম পরিবর্তন: কাঁচামরিচের দাম বাড়ল, শিমের দাম নেমেছে”
টানা বৃষ্টির কারণে রাজধানীর সবজি বাজারে কাঁচা মরিচের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে সর্বোচ্চ ৪৫০ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছেছে। তবে শীতকালীন আগাম সবজি শিমের দাম দিনের ব্যবধানে কমে ২৬০ টাকায় নেমেছে। অন্যান্য সবজির দাম গতকাল শুক্রবারের (৩ অক্টোবর) মতোই স্থিতিশীল রয়েছে।
সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা পেঁপে ২৫-৩০ টাকা, কচুরমুখি ৬০ টাকা, শসা, মিষ্টি কুমড়া ও ধুন্দল ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢেঁড়স ৮০, কচুরলতি ৯০, লম্বা বেগুন ১০০ এবং গোল বেগুন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা ১০০, উস্তা ১২০ এবং কাকরোল ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
এক কেজি কাঁচা মরিচের দাম এক সপ্তাহে প্রায় দুইগুণ বৃদ্ধি পেয়েছে। পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় বিক্রেতারা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। গোপীবাগের এক সবজি বিক্রেতা বলেন, “বৃষ্টির কারণে ফলন কমছে, সবজি নষ্ট হচ্ছে, তাই কাঁচামরিচের দাম বেড়েছে।”
শাকের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। পুঁইশাক ৪০-৫০, কুমার শাক ৫০-৬০, লালশাক ২৫-৩০, কলমি শাক ২০, পালংশাক ৪০, পাটশাক ৩০, কচুশাক ৩০ এবং মুলা শাক ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার পর্যবেক্ষকরা মনে করছেন, বৃষ্টির কারণে সবজির সরবরাহে অনিশ্চয়তা আরও বাড়বে, যা দাম বাড়ানোর প্রবণতা অব্যাহত রাখতে পারে।