“ফেসবুক-হোয়াটসঅ্যাপে বিনিয়োগ প্রতারণার নতুন ফাঁদ: সতর্ক থাকুন”
সোশ্যাল মিডিয়া ও মোবাইল অ্যাপে সাধারণ মানুষকে টার্গেট করে নতুন বিনিয়োগ প্রতারণা চক্র সক্রিয় হয়েছে। অল্প সময়ে বড় মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারকরা unsuspecting মানুষদের ফাঁদে ফেলছে।
ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা প্রথমে ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেয়। এরপর আগ্রহী ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে ‘বিশেষজ্ঞ বিশ্লেষণ’, ‘লাভের নিশ্চয়তা’ এবং প্রশংসাসূচক মন্তব্য দেখানো হয়। পরবর্তীতে তারা ভুয়া ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে বিনিয়োগ করতে প্রলুব্ধ করে। সাধারণত বিকাশ, নগদ ও অন্যান্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থ জমা দিতে বলা হয়।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা:
শেয়ারবাজারে বিনিয়োগের আগে প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করা জরুরি।
বিএসইসির অনুমোদিত ব্রোকারেজের বাইরে অন্য কারও কাছে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ।
অল্প সময়ে শতকরা লাভের নিশ্চয়তা দেওয়া বিজ্ঞাপন সন্দেহজনক।
ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা দিলে প্রতারণা প্রমাণ করা এবং আইনি সহায়তা পাওয়া কঠিন।
ডিসমিস ল্যাব আশঙ্কা প্রকাশ করেছে, নিয়ন্ত্রক সংস্থা ও সোশ্যাল মিডিয়ার কার্যকর নজরদারি না থাকলে আরও মানুষ এ ধরনের প্রতারণার শিকার হবে।
সতর্কবার্তা:
“অল্প লোভে পড়বেন না, বৈধ উৎস যাচাই করুন এবং কোনও ব্যক্তিগত অ্যাকাউন্টে অজানা লোকের কাছে টাকা পাঠাবেন না,” – বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।