রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে এনবিআরের নতুন উদ্যোগ!
রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলোকে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যাংক গ্যারান্টির বিপরীতে এই সুবিধা পাওয়া যাবে। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যমান বন্ড ব্যবস্থার শর্ত পূরণ করতে না পারা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোও এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানি করতে পারবে। তবে শুল্কমুক্ত সুবিধা পেতে হলে আমদানিকারক প্রতিষ্ঠানকে কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত শুল্ক ও করের সমপরিমাণ অর্থ ব্যাংক গ্যারান্টি আকারে জমা দিতে হবে।
সংস্থাটি মনে করছে, এ উদ্যোগের ফলে বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারবে। এতে উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে, রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে।
প্রসঙ্গত, দেশের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো সাধারণত বন্ড লাইসেন্সের মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ পায়। তবে নানা শর্ত ও জটিলতায় অনেক প্রতিষ্ঠান এই লাইসেন্স গ্রহণে পিছিয়ে থাকে। নতুন এ প্রজ্ঞাপনের ফলে সেই প্রতিষ্ঠানগুলোও উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার সুযোগ পাবে।