নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান বিজয় দিবস পালিত
সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
এরপর শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ, বিএনসিসি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দৃষ্টিনন্দন মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বিজয়ের চেতনায় সাতক্ষীরাবাসী দিবসটি উদযাপন করে।