নওগাঁয় মহান বিজয় দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে নওগাঁয় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিনটির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নওগাঁ শহরের এ-টিম মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। পরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাছানাত আলী স্মৃতিস্তম্ভে ফুল দেন।
সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়। দুপুরে এ-টিম মাঠে জেলা প্রশাসক বিজয় মেলার উদ্বোধন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।