বাগেরহাটে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
সারা দেশের মতো বাগেরহাটেও
যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর)
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনীর মাধ্যমে জেলার বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।
এরপর জেলা প্রশাসনের পক্ষ
থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।
পুলিশ সুপারের পর পর্যায়ক্রমে বিচার বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, সরকারি মহিলা কলেজ, সরকারি পিসি কলেজ, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক
দলের পক্ষ থেকেও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জেলা বিএনপির পক্ষ
থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি
এমএ সালাম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, খাদেম নেয়ামুল নাসির আলাপ, সদস্য সচিব
মোজাফফর রহমান আলম, ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, শাহেদ
আলী রবি সহ দলীয় নেতাকর্মীরা। পরে যুবদল, মহিলা দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও
শ্রদ্ধা নিবেদন করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে
স্মৃতিস্তম্ভে সাধারণ মানুষের ঢল নামে।
সকাল সাড়ে ৮টায় বাগেরহাট
জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং বাগেরহাটবাসীর
উদ্দেশ্যে বক্তব্য দেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা
এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।