চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২
চট্টগ্রাম কোতোয়ালীতে যুবক ইসমাইল হত্যার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মেরিনার্স রোডের ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলেন- রুবেল বৈদ্য ও রাজু নাথ।
র্যাব জানায়, শনিবার সন্ধ্যায়
মেরিনার্স রোডের ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে থেকে রুবেল ও রাজুকে
গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি এবং একটি কালো
পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
এর আগে ২৮ নভেম্বর রাতে
লালদিঘি এলাকা থেকে ফিরিঙ্গি বাজারের দিকে যাওয়ার সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে ইসমাইলের
গতিরোধ করে আসামিরা।এ সময় ইসমাইল বাধা দিলে
ছুরিকাঘাত করেন তারা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী
নাহিদা আক্তার ফারজানা কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা
দায়ের করেন।