চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের ঠেলে পাঠানো ১৫ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার থেকে বিএসএফের ঠেলে পাঠানো ১৫ জনকে আটক করেছে বিজিবি।
রবিবার (১৪ ডিসেম্বর)
ভোরে তাদের বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করা হয় । এদের মধ্যে চারজন পুরুষ, ৯
জন নারী এবং দুইজন শিশু।
নওগাঁ ১৬ বিজিবি
ব্যাটালিয়নের বিভীষণ বিওপির কমান্ডার আব্দুল মান্নান এতথ্য নিশ্চিত করেছেন।
এ সম্পর্কে বিজিবির ১৬ ব্যাটালিয়নের বিভীষণ সীমান্ত ফাঁড়ির কমান্ডার
নায়েক সুবেদার আবদুল মান্নান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তাঁরা
যশোর, নড়াইল, খুলনা ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তাঁদের মধ্য ২ জন শিশু, ৯ জন নারী
ও ৪ জন পুরুষ।
আবদুল মান্নান বলেন, রবিবার ভোরে সীমান্তে টহলের সময় ওই ১৫ জনকে দেখতে পান বিজিবি সদস্যরা। এ সময় তাঁদের আটক করে ক্যাম্পে আনা হয়। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। তাঁদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।