পঞ্চগড়ে টানা শৈত্যপ্রবাহ
টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাবু পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দারা। হিমালয় থেকে নেমে আসা কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার স্বাভাবিক জীবনযাত্রা। সন্ধ্যার পর থেকেই শীতের তীব্রতা বাড়ছে, ভোরে কুয়াশার কারণে সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে,
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক
৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবারও একই তাপমাত্রা ছিল বলে জানান তেঁতুলিয়া প্রথম
শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ।
শীতের তীব্রতায় সবচেয়ে
বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। মাঠে কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে
গেছে। ছিন্নমূল ও গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকেই
বাড়ির উঠান, ফুটপাত কিংবা চায়ের দোকানের চুলার পাশে বসে আগুন পোহাচ্ছেন।
শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানা গেছে। এ সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সবসময় গরম কাপড় পরা, গরম খাবার খাওয়া, শাকসবজি বেশি করে খাওয়া এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে।
আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়ায় রবিবার সকাল ৬টায় ৯ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সকাল ও সন্ধ্যার পর কুয়াশা এবং হিমেল বাতাস থাকছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।