হাতিয়ায় জালে ১০ মণের ‘শাপলা পাতা’ মাছ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১০ মণ ওজনের এক বিশাল শাপলা পাতা মাছ। বিরল এই মাছ ঘিরে স্থানীয় জেলে ও ক্রেতাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বুড়িরচর ইউনিয়নের দানারদোল মাছ বাজারে মাছটি নিলামে তোলা হয়। ধরা ও বিক্রি নিষিদ্ধ হলেও নিলামে মাছটি ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
জেলেদের মতে, বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে হাতিয়ার মেঘনা নদীর মোহনার কাছে বেহুন্দি জালে মাছটি আটকা পড়ে। ওই নৌকার মাঝি কামাল জানান, সাত দিন আগে ১৫ জন জেলে নিয়ে তিনি মাছ ধরতে সাগরে যান। ভোরে জাল টানার সময় অস্বাভাবিক ভার অনুভব করেন তারা। প্রথমে ধারণা করা হয়েছিল জালে একসঙ্গে অনেক মাছ আটকা পড়েছে।
কিন্তু পরে বোঝা যায়, এটি অত্যন্ত ভারী একটি সামুদ্রিক
প্রাণী—এতটাই ভারী যে নৌকায় থাকা ১৫ জন মাঝি-মাল্লা মিলেও জাল তুলতে পারছিলেন না।
পরিস্থিতি সামাল দিতে পাশের আরেকটি নৌকার জেলেদের সহায়তা নিতে হয়। দুই নৌকার জেলেদের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত বিশাল মাছটি তোলা সম্ভব হয়। পরে মাছটি হাতিয়ার দানারদোল মাছঘাটে নেওয়া হলে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী খবির উদ্দিন ব্যাপারী ১ লাখ ৩১ হাজার টাকায় তা কিনে নেন।
এদিকে হাতিয়া উপজেলা মৎস্য
কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফয়জুর রহমান বলেন, বিষয়টি তিনি জানতেন না। তবে আইনগতভাবে
বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা ও বিক্রি
সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত এবং সামুদ্রিক জীববৈচিত্র্য
রক্ষায় এদের ভূমিকা গুরুত্বপূর্ণ।