২ মাস পর কবর থেকে তোলা হল প্রবাসীর লাশ
লক্ষ্মীপুরে হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে দাফনের প্রায় দুই মাস পর মহসিন কবির নামে এক সৌদি প্রবাসীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের
মতলবপুর গ্রামে এ কার্যক্রম পরিচালিত হয়। সৌদি আরবে অপহরণের পর হত্যার অভিযোগে করা
মামলার তদন্ত চলমান থাকায় আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ।
মরদেহ উত্তোলনের সময় সদর
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ এবং মামলার তদন্তকারী
কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন এসময় উপস্থিত ছিলেন। নিহত মহসিন
কবির মতলবপুর গ্রামের মাওলানা মো. নুরুল্লাহর ছেলে।
পরিবার ও মামলা সূত্রে
জানা গেছে, ২০২৪ সালের ১ ডিসেম্বর মহসিন একটি ট্রাভেল এজেন্সিতে চাকরির উদ্দেশে সৌদি
আরবে যান। সেখানে মালিক মোরশেদ আলমের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তার বিরোধ শুরু হয় এবং
তা দীর্ঘদিন চলতে থাকে। এরপর চলতি বছরের ১৭ আগস্ট মহসিন অপহরণের শিকার হন বলে অভিযোগ
রয়েছে। ওই ঘটনার পর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। কয়েকদিন পর স্থানীয় আইনশৃঙ্খলা
বাহিনী তার মরদেহ উদ্ধার করে বলে জানানো হয়।
প্রক্রিয়া শেষে গত ২ সেপ্টেম্বর
মরদেহ দেশে আনা হয়। মরদেহ গ্রহণের সময়ই পরিবার মহসিনের মৃত্যুকে স্বাভাবিক বলে মনে
করেনি। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পরে ২২ অক্টোবর নিহতের স্ত্রী
রওশন আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় মোরশেদ আলমসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের
করেন।