চুয়াডাঙ্গায় শীতের দাপট বাড়ছে
চুয়াডাঙ্গায় দিন দিন শীতের তীব্রতা বাড়তে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব পড়েছে। বিশেষ করে রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের কষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে। উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল বাতাসে সকাল-সন্ধ্যায় শীতের অনুভূতি বেশি হচ্ছে, ফলে কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ পড়ছেন চরম দুর্ভোগে।
আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৮১ ভাগ। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সকালে কিছু সময় সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের দাপট কমছে না। স্থানীয়রা জানান, সন্ধ্যা নামলেই কুয়াশা ও ঠান্ডা বাতাসে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে। কাজের প্রয়োজনে বের হওয়া মানুষ, বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবীরা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, সকাল ৬টায় রেকর্ড করা ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসই চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে বলে জানান তিনি।