সাজা শেষ হওয়ায় ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ
অবৈধভাবে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার পর ৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু রয়েছে। বাংলাদেশের ফেরত পাঠানো ৩০ জন কাজের সন্ধানে বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হলে ভারতের আদালতে বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়া হয়েছিল। সাজার মেয়াদ শেষ হলে আবার তাদের সীমান্তের গেট খুলে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেয় বিএসএফ। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, ফেরত আসা ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।