শরীয়তপুরে ইয়াবাসহ ৩ যুবক আটক
শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় (১৮ ডিসেম্বর) নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঢাকা কদমতলী থানার মোহম্মদ বাগরে বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম মোল্লার ছেলে মোঃ তানভীর ইসলাম, একই এলাকার হাবিবুর রহমান চোকদারের ছেলে মোঃ তামিম রহমান ও শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন চর মজিদ ঢালী কান্দি গ্রামের বাসিন্দা মোঃ শহীদ হাওলাদার এর ছেলে মোঃ তুষার হাওলাদার ।
থানা সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) এ কে এম সাইদুজ্জামান, এসআই মফিজুর রহমান এবং এএসআই রোমান খাকি থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে এই তিনজনকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।