টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় নিহত ২
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইলের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুরের সোহেল
(ট্রাকচালক) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মুরগির পাইকার আমিনুর। আহত তিনজনকে টাঙ্গাইল
জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের
এসআই কামরুল হাসান জানান, রাতে জামালপুর থেকে ঢাকাগামী হাঁস-মুরগি ও চালবোঝাই একটি
ট্রাক সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার পরপরই ট্রাকটির
চালক ও হাঁস-মুরগির পাইকার ঘটনাস্থলে প্রাণ হারান। দুর্ঘটনার কারণ ও পরবর্তী আইনগত
ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।