শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন
শরীয়তপুরের সদর উপজেলারয় মহান বিজয় দিবসের আগের রাতে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা কবরের ওপর কাঠ জ্বালিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছে নিহত মুক্তিযোদ্ধার পরিবার।
উপজেলার আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরে আগুন দেয়। এতে কবরের ওপরের অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি ২০১০ সালের ৮ জানুয়ারি মৃত্যুবরণ করলে নিজ বসতঘরের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুর প্রায় ১৫ বছর পর সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা কবরের ওপর কাঠ জ্বালিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বিষয়টি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রকাশ্যে আসে। প্রতিদিনের মতো সকালে স্বামীর কবর জিয়ারতে গিয়ে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা বেগম। এতে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন।
খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, দেশের সকল মুক্তিযোদ্ধাদের অবমাননা করার উদ্দেশ্যেই এ ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।
মুক্তিযোদ্ধার মেয়ে আফরোজা আক্তার বলেন, মহান বিজয় দিবস একজন মুক্তিযোদ্ধার জন্য গর্বের দিন। অথচ এই দিনে একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার মতো ঘৃণিত কাজ আর কিছু হতে পারে না। এটি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ছোট করার উদ্দেশ্যেই করা হয়েছে। আমরা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
স্থানীয় বাসিন্দা শফিকুর রহমান টিটু বলেন, আমরা কখনোই কবরে আগুন দেওয়ার মতো নেক্কারজনক ঘটনা দেখিনি।