পঞ্চগড়ের জাতীয় সমাজসেবা দিবস পালিত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ‘প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যেকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৩জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা পালিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।
এসময় সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, উপজেলা নির্বাচন অফিসার মো. জিয়াউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী সাহেদুল ইসলাম, রাসেদুল ইসলাম ও মোশারফ হোসেন, উপজেলা পাথর-বালু সরবরাহকারী সমিতির সভাপতি ও পাথর-বালু যৌথ ফেডারেশনের সাধারন সম্পাদক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুল হাসান লাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীরাও উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।