কুড়িগ্রামে ভারতীয় পণ্যসহ আটক ১
কুড়িগ্রামে ৭২ ঘন্টায় একাধিক অভিযানে প্রায় ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দসহ ১জনকে আটক করেছে ২২ বিজিবি।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বর্ডার গার্ড বাংলাদেশ কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, ধারাবাহিক অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, ভারতীয় রুপিসহ এক চোরাকারবারী আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৪ লাখ ৯১ হাজার ৪৭৭ টাকা প্রায়।
বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা সীমান্ত এলাকায় জালনোটসহ যে কোন মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে নিরবিচ্ছিন্ন অভিয়ান চলছে।
বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, অভিযান অব্যাহত থাকবে।