উল্লাপাড়ায় হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং গায়েবানা জানাযা নামাজ হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ পর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গায়েবানা জানাযা নামাজ হয়। বিভিন্ন সাংগঠনিক ব্যক্তিত্ব ও নানা পেশার জনগণ জানাযা নামাজে অংশ নন। এছাড়া শহরে শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়।