হাদি হত্যায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচার, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টা প্রায় ৪টা পর্যন্ত মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করে তারা। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধকারীরা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় অবরোধকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান।
এক ঘণ্টা পর আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।