ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলেই গ্রেফতার: চাঁদপুরের ডিসি
ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক
কোনো বক্তব্য চলবে না উল্লেখ করে চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার
বলেন, কেউ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলে তাকে সাথে সাথে গ্রেফতার করা হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)
বিকেলে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও
ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ডিসি বলেন, নির্বাচনে পেশিশক্তি
ব্যবহারের দিন শেষ। নির্বাচনে অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়া যাবে না। কেউ কাউকে
হুমকি দেবেন না। ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পেশিশক্তিমুক্ত অবাধ
ও সুষ্ঠু। এ নিয়ে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, পুরো চাঁদপুরের
মধ্যে শুধু হাজীগঞ্জের ৫টি ফোন পেয়েছি। কেন, আমাকে নির্বাচনের অনিয়ম নিয়ে ফোন করতে
হবে। রাজনৈতিক নেতারা, স্ব স্ব উদ্যোগে নির্বাচন আচরণ বিধি মেনে চলবেন।
নাজমুল ইসলাম বলেন, আগে
কী হয়েছে ভুলে যান। অনেকে মনে করছেন নির্বাচন হবে না, নির্বাচন তো হচ্ছে। কোনো হুমকি-ধমকি
কাজে আসবে না। যদি কেউ বাড়াবাড়ি করেন, একেবারে জায়গা মতো পৌঁছে দেব।
নাজমুল ইসলাম সরকার বলেন,
যখন থেকে প্রচার শুরু করার, তখন থেকে মন দিয়ে প্রচারণা করবেন। কিন্তু তার আগে সবাইকে
নির্বাচনি আচরণ বিধি মেনে চলতে হবে।
আগের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন,
আপনারা ভাইয়েরা- ভাইয়েরা নির্বাচন করবেন। এখানে আবার ঝগড়া কেন? এটা তো আচরণ হলো না।
সেই দিন ভুলে যান। নির্বাচন হবে নির্বাচনের মতো।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার
ভূমি (এসিল্যান্ড) তানজিনা জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরফিন,
অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান
মনির, সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, এম এ নাফের শাহ, মোশারফ হোসেন মজুমদার স্বপন,
পৌর বিএনিপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী
প্রমুখ।