উল্লাপাড়ায় বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো সুপার হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দুপুর ১২ টায় কৃষকদের মাঝে এ ধান বীজ বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব মো:আব্দুল ওয়াদুদ ।
আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা, অতিরিক্ত উপ পরিচালক আনোয়ার শাহাদত, উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমীন সুমী প্রমুখ।
প্রতিজন কৃষকের মাঝে দুই কেজি করে প্যাকেটজাত বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।