ঝালকাঠি থেকে ঢাকায় যাচ্ছে ২০ হাজার নেতাকর্মী
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নিতে ঝালকাঠি জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী
লঞ্চ ও বাসযোগে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি সদর লঞ্চঘাট, নলছিটি ও দপদপিয়াসহ বিভিন্ন স্টেশন থেকে নেতাকর্মীরা দুটি বড় যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারা। এর আগে ২১ ডিসেম্বর থেকে অনেকে নিজ উদ্যোগে ঢাকায় যাত্রা শুরু করেন।
পাশাপাশি সড়কপথে ঝালকাঠি
বাসস্ট্যান্ড, কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি থেকে বাস ও মাইক্রোবাসেও বিপুলসংখ্যক নেতাকর্মী
ঢাকায় যাচ্ছেন। সদরঘাট এলাকায় সকালে যানজটের আশঙ্কা থাকায় অনেকেই আগেভাগে ঢাকায় পৌঁছে
আত্মীয়স্বজনের বাসা কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন বলেও জানা গেছে।
দলীয় পরিকল্পনা অনুযায়ী,
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের। দেশে ফিরে তিনি প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে
তার মাকে দেখতে যাবেন এবং বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায়
আয়োজিত একটি সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
জেলা পর্যায়ে যাত্রা ব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তার নেতৃত্বে ঝালকাঠি সদর লঞ্চঘাট থেকে নলছিটি ও দপদপিয়া হয়ে একটি বড় লঞ্চ ঢাকার পথে রওনা হবে। একই রুটে জেলা বিএনপির উদ্যোগেও নেতাকর্মীদের জন্য পৃথক আরও একটি লঞ্চ ছাড়ার কথা রয়েছে।
এছাড়া পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী
ফখরুল ইসলামের নেতৃত্বে ‘অগ্রদূত প্লাস’ নামের একটি লঞ্চ ভান্ডারিয়া হুলারহাট ও কাউখালি
থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য
(দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিজানুর রহমান মুবিন জানান, জেলা বিএনপির উদ্যোগে সুন্দরবন
নেভিগেশন কোম্পানি লিমিটেডের ‘সুন্দরবন-১২’ লঞ্চ ভাড়া করা হয়েছে। জেলা বিএনপির সদস্য
সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য
একটি ঐতিহাসিক মুহূর্ত। ঝালকাঠি জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি
নিয়েছেন।’
এদিকে নিজাম শিপিং লাইন্সের
প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাদের ‘অ্যাডভেঞ্চার-৯’ যাত্রীবাহী জাহাজটি
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ভাড়া করেছেন। ইলেন ভুট্টোর মুখপাত্র অ্যাডভোকেট নাজমুল হক
লাবলু বলেন, নেতাকর্মীদের যাত্রা নির্বিঘ্ন করতে নারী নেতাকর্মীদের জন্য লঞ্চে আলাদা
কেবিনের ব্যবস্থাও রাখা হয়েছে।