ঝালকাঠিতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান
ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগদান করেন।
অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম উপস্থিত ছিলেন। নবাগত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
একসঙ্গে
বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বীর একটি রাজনৈতিক দলে যোগদানের ঘটনায় এলাকাজুড়ে আলোচনার
সৃষ্টি হয়েছে।
যোগদানকারীদের মধ্যে কীর্ত্তিপাশা
ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, ‘জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবোধ
এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে। এসব কারণেই আমরা স্বেচ্ছায় এই দলে
যুক্ত হয়েছি।’
এবিষয়ে জেলা আমির অ্যাডভোকেট
হাফিজুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে। ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। সকল ধর্মের
মানুষের অংশগ্রহণে একটি সুন্দর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।’
অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের
নিয়ে উপস্থিত নেতারা সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত
থাকার আহ্বান জানান।