কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হারিসুলের মনোনয়ন সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী- ভূরুঙ্গামারী উপজেলা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হারিসুল বারি রনি
মনোনয়ন সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজামান রিশাদ
ও নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় রনির নির্বাচন
পরিচালনা কমিটির আহ্বায়ক আজাহার আলী, আই এ বি সভাপতি মাওঃ মোঃ আব্দুর রব, উপজেলা
কমিটির সেক্রেটারি মাওঃ মোঃরফিকুল ইসলাম, আই এ বি সদস্য হাবিবুল্লাহ জিহাদি,
ভুরুঙ্গামারী উপজেলা শাখা আই এ বি সেক্রেটারি মাওঃ মোঃ মনিরুজ্জামান উপস্থিত
ছিলেন।
নির্বাচনী বিধি-নিষেধ থাকায় কার্যালয়ের বাইরে দলীয় নেতাকর্মীরা অপেক্ষা
করেন।
এসময় হারিসুল বারী রনি বলেন, চরমোনাই পীর মোহাম্মদ রেজাউল করিম ও সকল গণমানুষের
দোয়া নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করলাম। পূরণ করে সময়মতো জমা করবো ইনশাআল্লাহ। আশা
করি সবার সমর্থন পাবো। সবার কাছে দোয়া প্রার্থনা করেন হাতপাখা মার্কার এ প্রার্থী।
নাগেশ্বরী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, এ আসনে আজকে একটি
মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী হারিসুল বারী
রনি সেটি সংগ্রহ করেছেন। ২৯ ডিসেম্বর বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন বিক্রি ও জমা
চলবে।
নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজামান রিশাদ বলেন, নির্বাচনী আচরণ বিধির উপর জোর দেয়া হয়েছে। আমরা প্রার্থীদের বলবো আচরণ বিধি ভঙ্গ হয় এমন কাজ কেউ করবেন না।