গঠনের একদিন পর স্থগিত যুব রেড ক্রিসেন্ট ইউনিট
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে নবগঠিত যুব রেড ক্রিসেন্ট ইউনিট কমিটি গঠনের একদিন পরই স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কলেজ প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউনিটের সব কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি পরবর্তী একাডেমিক কাউন্সিল সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
কমিটিতে যুব প্রধান পদে থাকা এস এম আল জুনায়েদ সাদী অভিযোগ করেন, একটি পক্ষ শিক্ষকদের ওপর চাপ দিয়ে কমিটি স্থগিত করিয়েছে। অন্যদিকে ইউনিটের দায়িত্বে থাকা শিক্ষক আমান উল্লাহ আল মারুফ জানান, তিনি কমিটি তৈরি করে অধ্যক্ষের অনুমোদন নিয়েছিলেন; কিন্তু পরে হঠাৎ করে স্থগিতের সিদ্ধান্ত আসে—এর কারণ তিনি জানেন না।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, শিক্ষকদের সভায় সিদ্ধান্ত নিয়ে অনিবার্য কারণে কার্যক্রম স্থগিত করা হয়েছে, একাডেমিক কাউন্সিলে আবার আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত হবে। তবে ‘অনিবার্য কারণ’ কী—তা তিনি জানাননি।