চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি
তাপমাত্রার পারদ আরও কমেছে চুয়াডাঙ্গায়। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ছয়টায় ও নয়টার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ। এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরো কমছে। বাড়ছে শীত ও কুয়াশার দাপট।
সোমবার ( ৫ জানুয়ারি) এ জেলার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদের জনজীবন।
মাঝারি শৈত্য প্রবাহে কাহিল মানুষ ও প্রানীকুল। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হাঁড় কাঁপানো শীতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমুল মানুষ।
দুসপ্তাহ ধরে টানা শৈত্য প্রবাহে জবুথবু জনজীবন। প্রায়দিনই চুয়াডাঙ্গার আকাশে সুর্যের দেখা মেলেনি। চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। গাড়িগুলো সড়কে হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে।
অনেকেই খড়-কাঠের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জীবন-জীবিকার তাগিদে অনেকে সকালে শীতে কাঁপতে কাঁপতে কাজে বের হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানান, আরো এক সপ্তাহ অর্থ্যাৎ ১২ জানুয়ারি পর্যন্ত এ জেলার তাপমাত্রা কমতে থাকার সম্ভাবনা রয়েছে। শীতের তীব্রতা আর বাড়বে।
দেশের মানুদের শীতবস্ত নিয়ে পাশে দাঁড়ালোর আহবান জানিয়েছে চুয়াডাঙ্গার শীর্তাত মানুষ।