মিরসরাইয়ে ৯ লাখ টাকার অবৈধ জাল জব্দ-ধ্বংস
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ৯ লাখ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বঙ্গোপসাগরের সাহেরখালী ঘাট থেকে মঘাদিয়া ঘাট পর্যন্ত এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ এসব চরঘেরা জাল জব্দের পর তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান শেষে উপজেলার ডোমখালী, সাহেরখালী ও মঘাদিয়া ঘাট পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত জেলে, মাছ ব্যবসায়ী ও নৌযান মালিকদের অবৈধ চরঘেরা জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে চলমান ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’ সম্পর্কে তাদের সচেতন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, অবৈধ চরঘেরা জালসহ সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’-এর প্রথম ধাপ আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পূর্ণিমা ও অমাবস্যাকে কেন্দ্র করে মোট চার ধাপে এ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।