ভোলায় সিএনজিতে ট্রাকের ধাক্কায় নিহত ৩
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার
৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে মানিকারহাট
বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার লালমোহন উপজেলার ভেদুনিয়া গ্রামের মো. তাহেরের ছেলে
মো. মিজান, একই উপজেলার আজমেরি আরমিন ও রিয়াজ উদ্দিন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই ট্রাক ও সিএনজি চালক পালিয়ে যান। ট্রাকটি জব্দ
করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান,
লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরের উদ্দেশে রওনা দেয় সিএনজিটি। মানিকারহাট বাজারসংলগ্ন
মাদরাসা মোড় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সিএনজির
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে
নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে সেখানকার চিকিৎসক আজমেরি আরমিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান
বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পুরো পরিচয় পাওয়া যায়নি।
আর একজন হাসপাতালে নেওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যান্য আহতদের
হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।