বরিশালে মানুষের মাথার খুলি উদ্ধার
বরিশাল নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এলাকার খেলার মাঠ থেকে
একটি পুরনো মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের
সৃষ্টি হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সিএন্ডবি রোডসংলগ্ন টিটিসি ক্যাম্পাসের ভেতরে
কয়েকজন শিশু খেলতে গিয়ে মাটি খোঁড়ার সময় খুলিটি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে
স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার একটি দল ঘটনাস্থলে
গিয়ে খুলিটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি অনেক পুরনো মানুষের মাথার
খুলি। বিষয়টি নিশ্চিত করতে ফরেনসিক টিম খুলিটি পরীক্ষার জন্য হেফাজতে নিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম
জানান, ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর খুলিটির প্রকৃতি ও এর সঙ্গে কোনো অপরাধের
সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে।
এ ঘটনায় টিটিসি এলাকার স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে