ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে ছাত্রদল নেতা খুন
জমিজমা সংক্রান্ত বিরোধের
জেরে ভোলায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজোয়ান আমিন সিফাতকে কুপিয়ে হত্যা করা
হয়েছে। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড
বিএনপির সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায়
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে সিফাতের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ চলছিল।
বুধবার সন্ধ্যার দিকে বাজার
এলাকায় সিফাতকে একা পেয়ে কয়েকজন ব্যক্তি তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতের বাবার দাবি,
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সিফাত। বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে যোগ দিতে
যাওয়ার পথে বাড়ির কাছেই প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করে।
তিনি অভিযোগ করে আরও বলেন,
হামলায় হাসিব, শাকিল, সিহাব, রনি ও মঞ্জিলসহ আরও সাত-আটজন জড়িত ছিল। তার দাবি, অভিযুক্তদের
মধ্যে তিনজন নিহত সিফাতের চাচাতো ভাই এবং তারা রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি
ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল মেম্বারের ছেলে।
এ বিষয়ে ভোলা সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতাল
ও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা
চলছে।’