খুলনায় এনসিপি নেতা গুলির ঘটনায় সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারি
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাতক্ষীরা সীমান্তজুড়ে কড়া নজরদারি ও তল্লাশি অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
সোমবার
(২২ ডিসেম্বর) হামলার পরে হামলাকারীরা যাতে
সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, ভোমরা সীমান্তের শূন্য
রেখা থেকে ১৫০ গজ পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এমনকি কৃষিকাজের
উদ্দেশ্যেও কারো প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও
টহল বাড়িয়েছে। সীমান্তের প্রতিটি প্রবেশপথে যানবাহন ও ব্যক্তির তল্লাশি চালানো
হচ্ছে। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত পরে
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এদিকে হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক দেখা
দিয়েছে। সীমান্ত এলাকায় স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
এদিকে এ ঘটনার পর হামলাকারীরা যেন সীমান্ত কিংবা শহর পথে
পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সাতক্ষীরা বর্ডারে নজরদারি জোরদারের আহ্বান
জানিয়েছেন সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হুসাইন।
সোমবার দুপুর ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে
আহত হন মোতালেব শিকদার । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে
ভর্তি করেন।