সাতক্ষীরায় চিংড়ি চাষিকে কুপিয়ে হত্যা, আটক ৪
সাতক্ষীরার শ্যামনগরে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গোলাম হোসেন নামে এক চিংড়ি চাষিকে হত্যা করেছে প্রতিপক্ষ।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের জাবাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন ওই এলাকার মৃত হামিজ উদ্দীন মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের পায়ে চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এ বিষয়ে গোলাম হোসেন ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেছিলেন, যা নিয়ে প্রতিপক্ষ ক্ষুব্ধ ছিল।
নিহতের ছেলে হাফিজুর রহমান জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমান আলী মোড়লের ছেলে সাইফুল, ফরুক, সেলিম এবং বদরুদ্দীনের ছেলে রেজাউল ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।
আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকির হোসেন জানান, নিহতের পিঠ, বুক, কাঁধসহ শরীরের চারটি স্থানে ছুরিকাঘাত ও কোপের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পিয়ার উদ্দীন জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিসহ চারজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।