হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে রেলপথ ও সড়ক অবরোধ করেছে ছাত্রজনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে জামালপুর শহরের গেটপার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে তারা।
এতে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে প্রায় ৪০ মিনিট আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টা ৪০ মিনিটে বিক্ষোভকারীরা শহরের পাঁচ রাস্তা মোড়ে যান চলাচল বন্ধ করে জড়ো হন। পরে বিকেল ৩টা ২৫ মিনিটে মিছিল নিয়ে গেটপার এলাকায় গিয়ে সড়ক ও রেলপথে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বিকেল ৪টা ৩৫ মিনিটে অবরোধকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এসময়ে বিক্ষোভকারীরা তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের আহ্বান জানান।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার আখতারুজ্জামান জানান, আন্দোলনের কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার আগেই সিগন্যাল পয়েন্টে দাঁড়িয়ে ছিল। ট্রেনটির বিকেল ৪টায় পৌঁছানোর কথা থাকলেও প্রায় ৪০ মিনিট আটকে ছিল।