জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
“দক্ষতা নিয়ে যাক বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একরামুন নাহার, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: হারুন আল মামুন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, দি রাহিম ওভারসিস আরএল এর ব্যবস্থাপনা পরিচালক আখি খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বৈধ পথে কাজের দক্ষতা নিয়ে বিদেশে গমন করে সরকার অনুমোদিত বৈধ ব্যাংক ও এজেন্টের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে হবে। দেশের অর্থনীতির চাকাকে সচল করার পাশাপাশি নিজেদের জীবনমান উন্নয়নে কাজ করার বিষয়ে আলোকপাত করেন বক্তারা।
পরে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী তিনজন প্রবাসীর পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করাসহ ছয়জন প্রবাসীর সন্তানকে ২ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
এরপর শহরের বিনন্দেরপাড়া এলাকায় জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত দিনব্যাপী প্রবাসী মেলা পরিদর্শন করেন কর্মকর্তারা। মেলায় মোট ১৩টি স্টল স্থান পেয়েছে।