গাজীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
দক্ষতা নিয়ে যাব বিদেশে, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস গাজীপুরের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ যথাযথভাবে পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনের থেকে র্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপিস্থত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস গাজীপুরের সহকারী পরিচালক মোঃ হাসান আল কামাল।
অভিবাসন প্রত্যাশীদেরকে যেকোন ট্রেডে দক্ষতা অর্জন করে অভিবাসী হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।