‘বিএনপি সরকারে গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হবে’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত
সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে
আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি
বন্ধ করা হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে প্রেসক্লাব যশোর। অনিন্দ্য ইসলাম অমিত প্রেসক্লাব যশোরের সদস্যও।
অমিত বলেন, নির্বাচনে বিজয়ী হতে পারলে তরিকুল ইসলামের সন্তান এবং যশোরবাসীর ‘ভাই’ হিসেবে এমন কোনো কাজ করবেন না, যাতে ‘মাথা হেঁট হয়ে যায়।’ তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান যশোরের রাজনীতির ঐতিহ্য ছিল; তবে গত দেড় দশকে সেই ঐতিহ্য ক্ষুণ্ণ হয়েছে। বিজয়ী হলে সেই ঐতিহ্য পুনরুদ্ধার করে শান্তিপূর্ণ ও উন্নত যশোর গড়ে তোলাকে তিনি নিজের ‘প্রাথমিক দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেন।
সাংবাদিকদের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে অমিত বলেন, রাজনীতি মানেই ঝুঁকি। তিনি জানান, গত ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে’ ঝুঁকি নিয়েই রাজপথে ছিলেন। নির্বাচনের সময় এসে এসব নিয়ে ভেবে পিছিয়ে পড়লে চলবে না বলেও মন্তব্য করেন তিনি।
সভায় প্রেসক্লাব যশোরের
সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও সাংবাদিক
ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় আলোচনা হয়। এতে নির্বাচনে বিজয়ী
হলে যশোর উন্নয়নে কয়েকটি বিষয়ে বিশেষ মনোযোগী হওয়ার অনুরোধ জানান স্থানীয় সাংবাদিকরা। একই সঙ্গে প্রেসক্লাবের সদস্য হিসেবে অমিতের প্রতি সাংবাদিকরা আন্তরিক থাকবেন বলেও
জানান।
জবাবে অমিত যশোরের সাংবাদিকদের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে তারা বিএনপিকে যেভাবে
সমর্থন দিয়েছেন, বিশেষ করে একাদশ নির্বাচনে তিনি আক্রান্ত ও অবরুদ্ধ অবস্থায় থাকাকালে
সাংবাদিকরা ‘ছায়ার মতো’ পাশে থেকে তাকে রক্ষা করেছেন সে জন্য তিনি তাদের ঋণী।
সভায় আরও উপস্থিত ছিলেন
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার
হোসেন খোকনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।