যশোরে আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের
অভিযোগে যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে শোকজ করেছে
নির্বাচন কমিশন। নেতাকর্মীদের মিছিল ও শোডাউনের মাধ্যমে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে
সোমবার (১৫ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা
ভুপালী সরকার স্বাক্ষরিত শোকজ নোটিশে তাকে দুই দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ
দেওয়া হয়। টি এস আইয়ুব বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক।
উপজেলা প্রশাসন ও স্থানীয়
সূত্র জানায়, সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির
উদ্যোগে একটি মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়। রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম
সৌদি এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে নেতাকর্মীরা বাজার প্রদক্ষিণ করে
সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় ধানের শীষ প্রতীক ও টি এস আইয়ুবের পক্ষে স্লোগান দেওয়া
হয়।
মিছিলের ভিডিও সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। জানা গেছে, ওই ভিডিওটি প্রার্থী
নিজেও তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। পরবর্তীতে স্থানীয়দের মৌখিক অভিযোগের
ভিত্তিতে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হলেও,
অভিযানের আগেই কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা চলে যান। এরপর জেলা রিটার্নিং কর্মকর্তা
ও জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট প্রার্থীকে শোকজ করা হয়।
শোকজ নোটিশে উল্লেখ করা
হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের জন্য
নির্ধারিত দিনের আগের তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার নিষিদ্ধ। অথচ ১৫
ডিসেম্বর বিকেলে অনুমোদন ছাড়া রায়পুর ইউনিয়নে নির্বাচনী উদ্দেশ্যে মিছিল ও শোডাউন করা
হয়েছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং
কর্মকর্তা ভুপালী সরকার বলেন, ‘প্রার্থী নিজে উপস্থিত না থাকলেও তার পক্ষে নেতাকর্মীরা
শোডাউন করেছেন, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল। শোকজের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী
ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে বিএনপি প্রার্থী
ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেন, ‘মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আমরা শোকজের জবাব জমা দিয়েছি। হাটবারের
দিন নেতাকর্মীরা অজ্ঞতাবশত মিছিল করেছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন জানানো
হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।’