খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রের তারেং এলাকায় এক স্কুল শিক্ষককে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আটক লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চাকমা সম্প্রদায়ের ওই শিক্ষক এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বন্ধুর সঙ্গে আলুটিলা যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলে অনুসরণ করে এবং তারেং এলাকায় পৌঁছে পথরোধ করে। একপর্যায়ে তিনি ওই শিক্ষককে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন।
পরে ভুক্তভোগীর বন্ধু কৌশলে পাশের সেনা ক্যাম্পে খবর দিলে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, ভিকটিম বাদী হয়ে রাতেই মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।