ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘স্কুলিং কাঠামো’ বাতিলের দাবি
রাজধানীর সাত কলেজ নিয়ে গঠন হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত ‘স্কুলিং কাঠামো’ বাতিল করার দাবি জানিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একাংশ।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে
কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ অবস্থানের কথা জানানো হয়।
তারা সরকারি তিতুমীর কলেজের
স্বতন্ত্রতা বজায় রাখার দাবি জানিয়ে তারা বলেন, প্রস্তাবিত কাঠামো বহাল থাকলে ঢাকা
অচল করে দেওয়া হবে।
ঢাকা কলেজ, ইডেন মহিলা
কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি
মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল
ইউনিভার্সিটি গঠনের কার্যক্রম চলছে। এমন সময় এর কাঠামো নিয়ে কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের
কয়েকটি অংশ মুখোমুখি অবস্থান নিয়েছেন।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক
হিসেবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মতো মৌলিক অধিকার
ক্ষুণ্ন হওয়ার শঙ্কায় আছেন।
আর কলেজগুলোর বর্তমান শিক্ষার্থীদের
একাংশ নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়ে দ্রুততম
সময়ে অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন। উচ্চ মাধ্যমিক ও অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের
একাংশ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মতোই প্রস্তাবিত কাঠামোর বিরোধিতা করে বলছেন, স্কুলিং
কাঠামোতে কলেজগুলোর স্বাতন্ত্র্য বজায় থাকবে না।
গত ২৪ সেপ্টেম্বর ঢাকা
সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় সাতটি
কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ বা 'স্কুলিং' কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা
অনুযায়ী কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।
নতুন হতে যাওয়া এ বিশ্ববিদ্যালয়টি
নিয়ে যখন এমন পরিস্থিতি তখন অধ্যাদেশের খসড়া পরিমার্জনের বার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
যদিও মন্ত্রণালয় বলছে অধ্যাদেশ চূড়ান্ত করা ‘সময়সাপেক্ষ’।
শিক্ষার্থীরা পাঁচ দফা
দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো-
১. নিঃশর্তভাবে তিতুমীর
কলেজের স্বাতন্ত্র্য রক্ষা করতে হবে।
২. তিতুমীর কলেজের কোনো
বিভাগ বিলুপ্ত করা যাবে না।
৩. তিতুমীর কলেজের শিক্ষার্থী
সংখ্যা হ্রাস করা যাবে না।
৪. তিতুমীর কলেজের একাডেমিক
এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. প্রস্তাবিত খসড়া অধ্যাদেশটি
বাতিল করতে হবে এবং নিরপেক্ষ এবং বাস্তব জ্ঞানসম্পন্ন শিক্ষাবিদ ও অংশীজনদের নিয়ে
বিশ্ববিদ্যালয় রূপরেখা তৈরি করতে হবে।
সরকারি তিতুমীর কলেজের
শিক্ষার্থীদের আরেক অংশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরোধিতা করে তিতুমীর কলেজকে
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছে।