পাঁচ দফা দাবিতে ইডেন শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ইডেন মহিলা কলেজকে সম্পূর্ণ নারীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে বহাল রাখা এবং কোনো বিভাগ বন্ধ না করাসহ পাঁচ দফা দাবি নিয়ে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটের সামনে আজিমপুর–নীলক্ষেত সড়ক অবরোধ করে তারা আন্দোলন শুরু করেন। সড়কটিতে যানচলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে।
বিক্ষোভকারীরা ‘পাঁচ দফা মানতে হবে’, ‘সহশিক্ষার কোনো সুযোগ নেই, ইডেন থাকবে শুধু নারীদের জন্য’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো—
১) ইডেনকে কেবল নারীদের জন্য সংরক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ধরে রাখা;
২) কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা;
৩) বিশ্ববিদ্যালয়ের সময়সূচি দুপুর ১টা থেকে রাত ৭টা নয়, বরং ২৪ ঘণ্টা চালু রাখা;
৪) ইডেনকে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবেই বজায় রাখা, ইন্টারমিডিয়েট চালু না করা;
৫) ইডেন কলেজ মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে—তাই এটিকে একটি মাত্র ফ্যাকাল্টিতে নামিয়ে আনা যাবে না।
অল্প সময়ের জন্য ওই সড়ক থেকে সরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে পরে তারা ফিরে এসে আবার অবস্থান নিয়েছেন বলে জানায় পুলিশ। তাদের অবস্থানের কারণে ঢাকার ব্যস্ত ওই সড়কে যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারীরা।