রাবিতে নবম হাল্ট প্রাইজ: রেজিস্ট্রেশন শুরু জানুয়ারিতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অসীম টেকসই উন্নয়ন লক্ষ্য’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে নবম হাল্ট প্রাইজ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।
আগামী ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিসিডিসি গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতাটি
চারটি ধাপে অনুষ্ঠিত হবে- অন ক্যাম্পাস প্রোগ্রাম, রিজিওনাল সামিট, গ্লোবাল
অ্যাকসিলারেটর এবং গ্লোবাল ফাইনাল। অন ক্যাম্পাস প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের যেকোনো
বিভাগের শিক্ষার্থীরা এককভাবে বা ৩-৫ জনের টিম হিসেবে নিবন্ধন করতে পারবেন। এককভাবে
নিবন্ধনকারীদের জন্য আয়োজক কমিটি টিম গঠন করে দেবে। অংশগ্রহণকারী দলগুলোকে টিম ফরমেশন,
এবস্ট্রাকট সাবমিশন, এলোভেটর পিচ, ফাইনাল প্রেজেন্টেশন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে
যাচাই-বাছাই করা হবে।
অন ক্যাম্পাস রাউন্ডের
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিন ধাপে। প্রথম ধাপে দলগুলো তাদের প্রকল্পের সারসংক্ষেপ
জমা দেবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত দলগুলো ভিডিও উপস্থাপনা করবে। চূড়ান্ত ধাপে গ্র্যান্ড
ফাইনালে আটটি দল সরাসরি উপস্থাপনার মাধ্যমে অংশ নেবে; সেখান থেকে সেরা তিনটি দলকে বিজয়ী
ঘোষণা করা হবে। পরবর্তী পর্যায়ে এই তিনটি দল রিজিওনাল সামিটে অংশগ্রহণের সুযোগ পাবে।
এদিকে অন ক্যাম্পাস কার্যক্রমের
অংশ হিসেবে ‘প্রজেক্ট পদচিহ্ন’ শিরোনামে
সামাজিক উদ্যোগও হাতে নিয়েছেন আয়োজকরা। এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি, চর খিদিরপুরে
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা কার্যক্রম এবং নারী ক্ষমতায়ন বিষয়ক একটি তথ্যচিত্র
নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আয়োজক কমিটির ক্যাম্পাস ডিরেক্টর নাজিফা তাবাসসুম ধমনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাল্ট প্রাইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, দলগত কাজ ও সামাজিক সমস্যা সমাধানের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। তিনি আরও বলেন, এই আয়োজনের ফলে বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ব্র্যান্ডিং শক্তিশালী হবে, শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে এবং স্থানীয় সামাজিক সমস্যা সমাধানে তাদের ধারণা বাস্তবায়িত হওয়ার পথ তৈরি হবে।