চর কুকরী মুকরী হবে আধুনিক পর্যটন স্পট: প্রফেসর কামাল উদ্দিন
ভোলার চর কুকরী মুকরীকে একটি আধুনিক ও নিরাপদ ভ্রমণ স্পটে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মুহাম্মদ কামাল উদ্দিন।
বুধবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় চর কুকরী মুকরীতে গণসংযোগ ও জনসভায় তিনি বলেন, “এই অঞ্চলের প্রতিটি ঘর-বাড়িকে এমনভাবে উন্নয়ন করা হবে যেন তা রিসোর্ট হিসেবে ব্যবহার করা যায়। একেকটি বাড়িই হবে একেকটি রিসোর্ট, যেখানে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভ্রমণে আসবে।”
তিনি আরও বলেন, “এতে স্থানীয় যুব সমাজের বেকারত্ব কমবে। স্বাস্থ্যখাতের মানোন্নয়নে আধুনিক মিনি হাসপাতাল নির্মাণ করা হবে। কচ্ছপিয়া থেকে কুকরী মুকরী পর্যন্ত মানসম্মত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
শিক্ষা খাতের উন্নয়নে প্রফেসর কামাল উদ্দিন জানান, কুকরী মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হবে এবং দাখিল মাদরাসাকে ধীরে ধীরে আলিম, ফাজিল ও কামিল পর্যায়ে উন্নয়ন করা হবে।
মৎস্যজীবীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “জেলেদের শোষণ-বঞ্চনা দূর করে স্বাধীনভাবে মাছ ধরার সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া হাটবাজারগুলোকে ইজারামুক্ত করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ আবুতাহের সিকদার, সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফায়সাল আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসাইন, দক্ষিণ আইচা থানা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম মাহমুদী, শ্রমিক আন্দোলন চরফ্যাশন উপজেলা সভাপতি মুফতি আল আমীন সাইফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ আইচা শাখার সহসভাপতি মাওলানা জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।