জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ!
জুলাই গণহত্যার দায়ীদের বিরুদ্ধে ঘোষিত আদালতের রায়কে স্বাগত জানিয়ে যশোর জেলা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় শহরের জুলাই স্মৃতিস্তম্ভ চত্ব্বর থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি দড়াটানায় গিয়ে শেষ হয়। শেষে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জুলাই নিহত জাবিরের পিতা নওশের আহমেদ, নিহত আব্দুলার পিতা আব্দুল জব্বার, এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান, যশোর জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আহাদ হুসাইন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা।