আনিস আলমগীরকে গ্রেফতার, সম্পাদক পরিষদের নিন্দা
সাংবাদিক আনিস আলমগীরকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ।
সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবির এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, "গত রবিবার (১৪ ডিসেম্বর) কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে তাকে আটকে রেখে সোমবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং গ্রেফতার দেখানো হয়। এ ধরনের আচরণ স্বৈরাচারী শাসনামলের রাষ্ট্রীয় দমন-পীড়নের স্মৃতি মনে করিয়ে দেয়।"
এতে আরও উল্লেখ করা হয়, "সম্পাদক পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে পরিষদ স্পষ্টভাবে বলতে চায়—যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তা অবশ্যই প্রচলিত আইন ও ন্যায়বিচারসম্মত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া, সেখানে আটকে রাখা বা পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
বিবৃতিতে সম্পাদক পরিষদ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অনেকেই এখনও কারাগারে রয়েছেন। "সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা এসব মিথ্যা মামলা ও হয়রানি মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেগুলো এখনো প্রত্যাহার করা হয়নি," যোগ করা হয়।
এ ধরনের আচরণ অতীতের স্বৈরাচারী শাসনের সময়কার সাংবাদিক নিপীড়নের স্মৃতি উসকে দেয়, এবং সম্পাদক পরিষদ সকল ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।