প্রধান সন্দেহভাজনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে: ডিএমপি কমিশনার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর
রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির
৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা প্রাইম
টার্গেটকে খুঁজছি, আশা করি ২৪ ঘণ্টার মধ্যে ধরে ফেলব।
আসামির পরিচয় জানতে চাইলে
ডিএমপি কমিশনার বলেন, নাম এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি। জনগণের সহযোগিতা চেয়েছি।