লাখের দোরগোড়ায় ডেঙ্গু রোগী
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০০ জন। চলতি বছর ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হয়েছে ৯৯ হাজার ৬৯৩। যা প্রায় লাখের কাছাকাছি । আর ডেঙ্গুতে মৃতের সংখ্যা হয়েছে ৪০৪। তবে গত এক দিনে মশাবাহিত এ রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য
অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়
৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন এবং বরিশাল
বিভাগে ১৫ জন রোগীর তথ্য পাওয়া গেছে। খুলনা,
রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে দেশের বিভিন্ন
হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৪২০ ডেঙ্গু রোগী।
তাদের মধ্যে ঢাকার বিভিন্ন
হাসপাতালে ৪৭৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৯৪৪ জন ভর্তি আছে।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু
ছড়িয়েছে ৬৪ জেলায়। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে
রয়েছে ঢাকা মহানগর। শুক্রবার (১২ ডিসেম্বর)
পর্যন্ত ঢাকা মহানগরে আক্রান্ত রোগী ৩০ হাজার ৫২৩ জন; মৃত্যু হয়েছে ২৫৭ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা
বরিশাল বিভাগে আক্রান্ত ২১ হাজার ১৮৭ জন; মৃত্যু হয়েছে ৪৯ জনের। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি ৯ হাজার ৪৫১ জন আক্রান্ত
হয়েছে বরগুনায়; মৃত্যু হয়েছে ১৫ জনের।