সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যায় উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে আজ।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল - ১ - এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে।
আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে প্রথমে শুনানি করবে প্রসিকিউশন , এরপর শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনও করা হয়েছে। গত ১০ ডিসেম্বর জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী এ আবেদন করেন।
সেদিন শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন , বিদেশি আইনজীবী নিয়োগ দিতে হলে প্রথমে বার কাউন্সিলের অনুমতি নিতে হয় , এরপর ট্রাইব্যুনালের অনুমতি নিতে হয়। তবে তাঁর এই বক্তব্যের বিরোধিতা করেন মনসুরুল হক চৌধুরী। তাঁর মতে , আইন অনুযায়ী ট্রাইব্যুনালের অনুমতির পর বার কাউন্সিলের অনুমতি নেওয়ার কথা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য বিষয়টি পরবর্তী সময়ের জন্য রাখেন। তবে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।
এর আগে , ৪ ডিসেম্বর এ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল - ১।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী , জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের মধ্যে ফোনালাপ হয়। ওই ফোনালাপের একপর্যায়ে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলা হয়। এর পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে। প্রসিকিউশনের মতে , ওই বক্তব্যগুলো হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে।
মামলার নথি অনুযায়ী , ২০২৪ সালের ১৩ আগস্ট পালানোর চেষ্টা করার সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাঁরা হত্যাসহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন।