জাতীয় সম্পদ রক্ষার দাবিতে বৃহস্পতিবার ‘যমুনা’ অভিমুখে বিক্ষোভ, শুক্রবার দেশজুড়ে মশাল মিছিল
বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেশের বন্দর হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদে এবং বন্দর রক্ষার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্ট যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে একই দাবিকে সামনে রেখে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলো আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ও মশাল মিছিল করবে।
সূত্র জানায়, বন্দর ব্যবস্থাপনায় দুর্নীতি ও ধীরগতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের সময় থেকেই বন্দরে বিদেশি পরামর্শক নিয়োগের উদ্যোগ শুরু হয়। ২০২৩ সালে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সৌদি আরবের একটি কোম্পানিকে দেওয়া হয়, যা নানা সমালোচনার জন্ম দেয়। একই সময়ে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি এক সংস্থার হাতে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়, যা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আরও ত্বরান্বিত হয়। এসব ইজারা দেওয়ার বিরুদ্ধে শ্রমিক সংগঠন ও বাম রাজনৈতিক দলগুলো ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে ‘যমুনা’ অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, জাতীয় সম্পদ রক্ষা, বিদেশি কোম্পানির আগ্রাসন প্রতিরোধ এবং বন্দর ইজারা বাতিলের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, লালদিয়ায় টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালের সঙ্গে করা ৩০ বছরের চুক্তি, পানগাঁও নৌ টার্মিনালের জন্য সুইস কোম্পানির সঙ্গে করা ২২ বছরের চুক্তি—এসবই জাতীয় স্বার্থবিরোধী। এসব বাতিল করা এবং এনসিটি, পতেঙ্গা বে-১ ও বে-২ টার্মিনাল, মোংলা বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারতসহ বিদেশি শক্তির সঙ্গে করা সব চুক্তি জনসমক্ষে প্রকাশ এবং অসম চুক্তিগুলো বাতিল করতে হবে।
তিনি দলের নেতা-কর্মী ও দেশপ্রেমিক জনগণকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
অন্যদিকে, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে স্কপের অবরোধ কর্মসূচি চলাকালে ৫ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ ও মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়। শ্রমিক নেতা ও টিইউসি’র তপন দত্ত বলেন, স্কপের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দেশব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঘোষিত কর্মসূচি অনুসারে সেদিন বিকেলে জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম নগরের পুরনো রেলস্টেশন এলাকায় বিক্ষোভ শেষে মশাল মিছিল বের হবে।