শাহবাগে বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ছাত্র-জনতার উপস্থিতি
ইনকিলাব মঞ্চের
মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শুক্রবারও (১৯ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ
মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। ভোরে লোকসমাগম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে
সঙ্গে উপস্থিতি বাড়ছে।
সকাল সাড়ে ৯টা নাগাদ দেখা যায়, কেউ মিছিল সহকারে
আর কেউ নিজ উদ্যোগে শাহবাগে এসে জড়ো হচ্ছেন। সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ
ছাত্র-জনতা।
গত বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে
উত্তাল হয়ে ওঠে ঢাকা। শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা।
বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও।
ঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর ও রাজু ভাস্কর্যে
জড়ো হন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে
শেষ হয়। শাহবাগের বিক্ষোভে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন।
জাতীয় ছাত্রশক্তির সঙ্গে একে একে জাতীয় নাগরিক
পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ
আলম যোগ দেন। পরে অন্যান্য এনসিপি নেতারাও বিক্ষোভে অংশ নেন।
গত ১২ ডিসেম্বর
গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা
হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের
পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে
করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা
যান।